Logo
×

Follow Us

জেলার খবর

লালমনিরহাটের ৬ ইউনিয়নে উপ-নির্বাচন ২০ অক্টোবর

Icon

লালালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২০, ১৬:৪৫

লালমনিরহাটের ৬ ইউনিয়নে উপ-নির্বাচন ২০ অক্টোবর

লালমনিরহাটের ছয়টি ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ২০ অক্টোবর এই ইউনিয়নগুলোতে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসক আবু জাফর এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, সম্প্রতি করোনায় আক্রান্ত হয়ে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়নের চেয়ারম্যান ডা. আতিয়ার রহমান, পাটিকাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান শফিউল আলম রোকন, কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান খ ক শফিকুল ইসলাম মারা যান। এছাড়া বিভিন্ন রোগে মদাতী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড সদস্য আব্দুল লতিফ, আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সদস্য ও সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড সদস্য মারা যান। ফলে ওই সব শূন্য পদে উপ-নির্বাচন ঘোষণা করে নির্বাচন কমিশন। আগামী ২০ অক্টোবর ওই পদের বিপরীতে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

লালমনিরহাটের জেলা প্রশাসক আবু জাফর বলেন, ‘নির্বাচন সংক্রান্ত পত্র পেয়েছি। আমরা প্রস্তুতি গ্রহণ শুরু করেছি।’

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫