Logo
×

Follow Us

বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় সড়কে ঝরলো মোটরসাইকেল আরোহীর প্রাণ

Icon

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২০, ১৭:০৯

ব্রাহ্মণবাড়িয়ায় সড়কে ঝরলো মোটরসাইকেল আরোহীর প্রাণ

ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজিচালিত অটোরিকশার চাপায় মাহী খান (২৫) নামের এক মোটরসাইকেল রাইডার গ্রুপের সদস্য নিহত হয়েছেন। এই ঘটনায় মাহীর সাথে থাকা এমদাদুর রহমান (২৩) নামের আরো এক আরোহী আহত হয়েছেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের গজারিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মাহি সিলেট মদন মোহন কলেজের শিক্ষার্থী ও জালালাবাদ এলাকার এনায়েতুল্লাহ খানের ছেলে। 

পুুলিশ ও স্থানীয়রা জানায়, কক্সবাজার থেকে ছয় বন্ধু তিনটি মোটরসাইকেলে করে সিলেট যাচ্ছিলেন। পথিমধ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার গজারিয়া নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী মাহী খান ও তার পেছনের সিটে বসে থাকা এমদাদুর রহমান গুরুতর আহত হন। পরে তার বন্ধুরা স্থানীয়দের সহায়তায় জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মাহীকে মৃত ঘোষণা করেন।  

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, নিহতের মরদেহ জেলা সদর হাসপাতালে আছে। মরদেহ ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫