Logo
×

Follow Us

বাংলাদেশ

যশোরে ধর্ষণের অভিযোগে যুবক আটক

Icon

যশোর প্রতিনিধি

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২০, ১৬:৩০

যশোরে ধর্ষণের অভিযোগে যুবক আটক

যশোরের কেশবপুরে এক প্রতিবন্ধী নারী ধর্ষণের শিকার হয়েছেন। ধর্ষণের অভিযোগে মোমিন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সে কেশবপুর উপজেলার ধর্মপুর গ্রামের আশরাফ হোসেনের ছেলে।

পুলিশ জানায়, প্রতিবন্ধী নারী (২৫) মঙ্গলবার বিকেল ৫টার দিকে মাঠে তাল কুড়াতো যান। এ সময় মোমিন নামে এক যুবক মেশিন ঘরে নিয়ে তাকে ধর্ষণ করে। সে বাড়িতে এসে ধর্ষণের ঘটনা বলে দিলে তাকে কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে ডাক্তার তাকে যশোর জেনারেল হাসপাতালে রেফার করেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

কেশবপুর থানার ওসি জসিম উদ্দিন জানান, প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে একজনকে আটক করা হয়েছে। কেউ অভিযোগ না দেয়ায় থানায় মামলা হয়নি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫