Logo
×

Follow Us

বাংলাদেশ

নকল কসমেটিকস বিক্রির দায়ে ২ জনের কারাদণ্ড

Icon

পুঠিয়া প্রতিনিধি

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২০, ২১:৫০

নকল কসমেটিকস বিক্রির দায়ে ২ জনের কারাদণ্ড

রাজশাহীর পুঠিয়া উপজেলায় নকল কসমেটিকস বিক্রির সময় দুই যুবককে পাঁচদিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বানেশ্বর বাজার থেকে তাদের আটক করা হয়। পরে সহকারী কমিশনার (ভূমি) মোছা. রোমানা আফরোজের ভ্রাম্যমাণ আদালতে তাদের কারাদণ্ড দেয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন- কুষ্টিয়ার হাটশহরিপুর এলাকার আবদুল মজিদের ছেলে সোহান (২০) ও অক্ষর মোল্লার ছেলে বকুল মোল্লা (২৫)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, তারা কুষ্টিয়া থেকে এসে বানেশ্বরের বিভিন্ন সেলুনে নকল প্রসাধনী সরবরাহ করছিলেন। এ সময় স্থানীয়দের সন্দেহ হলে তারা পুলিশে খবর দেন। পুলিশ এসে তাদের আটক করে মোছা. রোমানা আফরোজের ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। সেখানে জিজ্ঞাসাবাদ করলে তারা নকল পণ্য সরবরাহের বিষয়টি স্বীকার করায় দুইজনকে পাঁচদিন করে বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন আদালত।

রোমানা আফরোজ জানান, নকল পণ্য সরবরাহের দায়ে দুইজনকে ভোক্তা অধিকার আইনে পাঁচদিন করে কারাদণ্ড প্রদান করা হয়েছে। তাদের পুলিশ হেফাজতে দেয়া হয়েছে। 

পুলিশ সূত্রে জানা গেছে, তাদের আগামীকাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫