পাবনায় ১১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

পাবনা প্রতিনিধি
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২০, ২৩:৪৮

পাবনা সদর উপজেলায় ১১ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের দাবি করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২)।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার টেবুনিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মো. তারেক (৩১) ভোলার চরবিদুরিয়া ইউনিয়নের পশ্চিম চরকালী গ্রামের আনু মিয়ার ছেলে।
এ বিষয়ে পাবনা র্যাবের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো. আমিনুল কবীর তরফদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানাধীন টেবুনিয়া বাজার এলাকা থেকে একটি প্রাইভেটকার ও ১১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী তারেককে গ্রেফতার করা হয়েছে।
তার বিরুদ্ধে পাবনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।