Logo
×

Follow Us

বাংলাদেশ

মেহেরপুরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

Icon

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২০, ১১:০৬

মেহেরপুরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

মেহেরপুর সদর উপজেলার খোকসা গ্রামে মোটরসাইকেলের ধাক্কায় উমাতন নেছা (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। বিষেয়টি নিশ্চিত করেছেন মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান।

আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত উমাতন নেছা ওই গ্রামের চাঁদ আলীর স্ত্রী।

এর আগে, বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে খোকসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের আমঝুপি-গাঁড়াডোব সড়ক পার হওয়ার সময় দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। এ অবস্থায় তাকে প্রথমে মেহেরপুর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ও পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার মৃত্যু হয় তার।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫