Logo
×

Follow Us

বাংলাদেশ

যশোর কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

Icon

যশোর প্রতিনিধি

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২০, ১৮:৪২

যশোর কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

যশোর কেন্দ্রীয় কারাগারে তহিদুল ইসলাম নামের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামি মারা গেছেন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ভোরে যশোর সদর হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তহিদুল ইসলাম সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার বহেরাপাটনা গ্রামের মৃত ফরহাদ সরদারের ছেলে।

যশোর কারাগারের জেলার তুহিন কান্তি খান জানান, তহিদুল ইসলামকে খুলনার দায়রা জজ আদালত ২০১৭ সালের ২১ মে মাদক মামলায় ৩০ বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। তার মামলা নম্বর ৩৪৯/১৬। খুলনা জেলখানা থেকে তাকে যশোর কের্ন্দ্রীয় কারাগারে পাঠানো হয় ২০১৮ সালের ২৯ জানুয়ারি। তিনি যশোর কেন্দ্রীয় কারাগারে হাঁপানি, শ্বাসকষ্ট, হৃদরোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত হন। চলতি বছরের ১৯ এপ্রিল তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। সেখান থেকে ২১ জুলাই চিকিৎসা শেষে তাকে যশোর কেন্দ্রীয় কারাগারে আনা হয়। এরপর বৃহস্পতিবার ভোরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। পরে চিকিৎসক আব্দুর রশিদ তাকে মৃত ঘোষণা করেন।

বৃহস্পতিবার সকালে যশোরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল হাসানের উপস্থিতিতে তহিদুল ইসলামের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫