Logo
×

Follow Us

বাংলাদেশ

পাবনায় তাঁত শ্রমিককে পায়ের রগ ও গলা কেটে হত্যা

Icon

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২০, ০৮:৫০

পাবনায় তাঁত শ্রমিককে পায়ের রগ ও গলা কেটে হত্যা

পাবনা জেলার সাঁথিয়া থানায় রবিউল ইসলাম (২২) নামে এক তাঁত শ্রমিককে গলা ও পায়ের রগ কেটে ও কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। 

ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার নন্দনপুর ইউনিয়নের তেতুলিয় কারিগর পাড়ায়। 

এলাকাবাসী সুত্রে জানা যায়, রবিউল তেতুলিয় কারিগর পাড়া গ্রামের আব্দুল গফুরের ছেলে। গত ৭/৮ দিন আগে কে বা কারা রবিউলকে পিটিয়ে আহত করে। এরপর তিনি সাঁথিয়া উপজেলা হাসপাতালে চিকিৎসা নেন। পরে একটু সুস্থ হয়ে বাড়িতে এসে চিকিৎসাধীন ছিল। 

এ বিষয়ে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসাদুজ্জামানের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সন্ত্রাসীরা তাকে হত্যা করে পালিয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানোর ব্যবস্থা হচ্ছে। 

তিনি আরো বলেন, তবে কেন এই হত্যার ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি। হত্যার কারণ উদঘাটন করে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। রিপোর্ট লেখা পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫