Logo
×

Follow Us

বাংলাদেশ

ময়মনসিংহে সেপটিক ট্যাংকে নেমে দুইজনের মৃত্যু

Icon

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২০, ২০:২০

 ময়মনসিংহে সেপটিক ট্যাংকে নেমে দুইজনের মৃত্যু

ময়মনসিংহের গৌরীপুরে নির্মাণাধীন সেপটিক ট্যাংকে কাজ করতে গিয়ে বাড়ির মালিক ও নির্মাণ শ্রমিকসহ দুইজনের মৃত্যু হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সিধলা ইউনিয়নের বেলতলী গ্রামে এই মৃত্যুর ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন গৌরীপুর থানার ওসি বোরহান উদ্দিন।
 
নিহতরা হলেন- উপজেলার সিধলা ইউনিয়নের বেলতলী গ্রামের জালাল উদ্দিনের ছেলে কামাল মিয়া (৩২) ও বেলতলী গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে নির্মাণ শ্রমিক মমিনুল হক (৩৩)।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি বোরহান উদ্দিন বলেন, উপজেলার সিধলা ইউনিয়নের বেলতলি গ্রামের জালাল উদ্দিনের ছেলে কামাল মিয়া সম্প্রতি নিজ গ্রামে বাড়ি নির্মাণের কাজ শুরু করেন। নির্মাণকাজ কিছুদিন বন্ধ রাখার পর আজ বাড়িতে সেপটিক ট্যাংকের কাজ শুরু করেন।
 
নির্মাণ শ্রমিক মমিনুল হক সেপটিক ট্যাংকে নামার পর ভেতর থেকে উঠে না আসায় বাড়ির মালিক কামাল মিয়া তাকে উদ্ধার করতে ট্যাংকের ভেতরে নামেন। এসময় দুজনেই ট্যাংকের ভেতর অসুস্থ হয়ে পড়েন।
 
এ অবস্থায় পরিবার ও স্থানীয় লোকজন তাদের দুইজনকে ট্যাংকের ভেতর থেকে উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে দুজনেরই মৃত্যু হয়।

কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫