Logo
×

Follow Us

বাংলাদেশ

সাতক্ষীরায় চারজনকে গলা কেটে হত্যার ঘটনায় মামলা

Icon

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২০, ০৯:২৪

সাতক্ষীরায় চারজনকে গলা কেটে হত্যার ঘটনায় মামলা

সাতক্ষীরার কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের খলসি গ্রামে একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যার ঘটনায় অজ্ঞাতদের আসামি করে থানায় মামলা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যার পর কলারোয়া থানায় মামলাটি দায়ের করেন নিহত শাহিনুর রহমানের শ্বাশুড়ি। বিষয়টি নিশ্চিত করেছেন কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারান চন্দ্র পাল।

তিনি বলেন, নৃশংস এ হত্যার ঘটনায় নিহত শাহিনুর রহমানের শ্বাশুড়ি বাদি হয়ে অজ্ঞাতনামা ব্যাক্তিদের আসামি করে মামলা করেছেন। সিআইডি পুলিশ মামলাটি তদন্ত করছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, বৃহস্পতিবার ভোররাতে খলসি গ্রামের শাহজাহান আলীর ছেলে মাছের ঘের ব্যবসায়ী শাহিনুর রহমান (৪০), তার স্ত্রী সাবিনা খাতুন (৩০), ছেলে সিয়াম হোসেন মাহি (৯) ও মেয়ে তাসনিমকে (৬) ঘরের মধ্যে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। ছয় মাস বয়সী অপর শিশু মারিয়াকে মায়ের লাশের পাশে রেখে যায় হত্যাকারীরা। দুপুরের দিকে ঘটনাস্থল পরিদর্শন করে পরিবারে জীবিত থাকা শিশু মারিয়ার সার্বিক দায়িত্ব দেন সাতক্ষীরার জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল।


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫