Logo
×

Follow Us

জেলার খবর

ছাগলকে বাঁচাতে প্রাণ গেলো দুই চা শ্রমিকের

Icon

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২০, ২০:২৭

ছাগলকে বাঁচাতে প্রাণ গেলো দুই চা শ্রমিকের

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চাতলাপুর চাবাগানে ছাগলকে বাঁচাতে গিয়ে নির্মাণাধীন একটি সেফটি ট্যাংকে পড়ে শ্বাসরুদ্ধ হয়ে দুই চা শ্রমিকের মৃত্যু হয়েছে।

মৃতরা হলেন, একই এলাকার মোহন বাউরীর ছেলে দুর্গা চরণ বাউরী (২৫) ও রাবন বাউরীর ছেলে চা শ্রমিক রাজু বাউরি (২৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, বাউরি টিলা এলাকায় রাবন বাউরির বাসার টয়লেটের ৩০ ফুট গভীর নির্মাণাধীন একটি সেফটি ট্যাংকে দুইটি ছাগল পড়ে যায়। ছাগল উদ্ধারে মৃত মোহন বাউরীর ছেলে চা শ্রমিক দুর্গা চরণ বাউরী ট্যাংকের নিচে নামেন। তাকে উদ্ধার করতে গিয়ে রাবন বাউরীর ছেলে চা শ্রমিক রাজু বাউরি নিচে নেমে আর উঠে আসতে পারেনি। ট্যাংকের ভিতরের বিষাক্ত গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে দুজনই মারা যায়।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকাল ৫টার দিকে ঘটনার খবর পেয়ে কুলাউড়া থানা ও কমলগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস বিকাল৪টায় ঘটনাস্থলে এসে এক ঘণ্টা চেষ্টার পর মৃতদেহ উদ্ধার করে।

শরীফপুর ইউনিয়নের চেয়ারম্যান জুনাব আলী ও কমলগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা আব্দুল কাদির ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫