Logo
×

Follow Us

জেলার খবর

ভারতীয় শাড়িসহ ছাত্রলীগের ২ নেতা আটক

Icon

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২০, ২১:০৯

ভারতীয় শাড়িসহ ছাত্রলীগের ২ নেতা আটক

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ১৪৬টি ভারতীয় শাড়িসহ দুই ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৬অক্টোবর) দুপুরের দিকে মাটিরাঙ্গা সদরের ফায়ার সার্ভিস অফিস সংলগ্ন একটি টিনশেড ঘর থেকে তাদের আটক করা হয়।

ভারতীয় শাড়িসহ আটককৃতরা হলেন- মাটিরাঙ্গা উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক জুয়েল চাকমা ও মাটিরাঙ্গা পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. তছলিম উদ্দিন রুবেল।

জব্দকৃত ভারতীয় শাড়ি।

জানা গেছে, মাটিরাঙ্গা সদরের ফায়ার সার্ভিস অফিস সংলগ্ন একটি টিনশেড ঘরে বিক্রির উদ্দ্যেশে মজুদ করা ভারতীয় শাড়ি রয়েছে এমন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোজাম্মেল হকের নেতৃত্বে মাটিরাঙ্গা থানার পুলিশ অভিযান চালায়। এ সময় ১৪৬ পিস ভারতীয় শাড়িসহ দুই ছাত্রলীগ নেতাকে আটক করা হয়। জব্দকৃত শাড়ির বাজার মূল্য প্রায় তিন লাখ টাকা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙ্গা থানার ভারপারাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দিন ভূঁইয়া বলেন, ১৪৬ পিস ভারতীয় শাড়িসহ দুই ছাত্রলীগ নেতাকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫