Logo
×

Follow Us

বাংলাদেশ

নদী থেকে হোমিও ডাক্তারের লাশ উদ্ধার

Icon

যশোর প্রতিনিধি

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২০, ২২:০৯

নদী থেকে হোমিও ডাক্তারের লাশ উদ্ধার

যশোরের বাঘারপাড়ায় চিত্রা নদী থেকে খায়রুল ইসলাম (৪৫) নামে হোমিও ডাক্তারের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি যশোর সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের বীরনারায়ণপুর গ্রামের মৃত আহম্মদ আলী মেম্বারের ছেলে।

শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার খাজুরা বাজার সংলগ্ন চিত্রা নদীর ব্রিজের নিচ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

এলাকাবাসী জানায়, এক পথচারী সন্ধ্যার দিকে নদীর পাড়ে একটি মরদেহ ভাসতে দেখে। এ সময় সে বাজারের ব্রিজঘাট সংলগ্ন ব্যবসায়ীদের জানালে তারা পুলিশকে খবর দেয়। সন্ধ্যা ছয়টার দিকে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

নিহত ডাক্তারের ছেলে রায়হান হোসেন জানান, তার বাবা পেশায় একজন হোমিও ডাক্তার। কিছুদিন হলো মানসিকভাবে অসুস্থ ছিলেন তিনি। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে তার বাবা বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

বাঘারপাড়ার খাজুরা পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক জুম্মান খান জানান, নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

যশোর গোয়েন্দা পুলিশের অফিসার এম মশিউর রহমান লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫