Logo
×

Follow Us

বাংলাদেশ

ঝিনাইদহে ভাষা সৈনিক মুসা মিয়া সড়কের উদ্বোধন

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২০, ১৭:৩২

ঝিনাইদহে ভাষা সৈনিক মুসা মিয়া সড়কের উদ্বোধন

ঝিনাইদহে ভাষা সৈনিক মুসা মিয়া সড়কের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) শহরের পৌর এলাকার মহিষাকুন্ডু এলাকায় এ সড়কের উদ্বোধন করেন পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু।

এ সময় উপস্থিত ছিলেন- ভাষা সৈনিক মুসা মিয়ার সন্তান জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী সদস্য কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল, পৌরসভার কাউন্সিলর মাহবুবুর রহমান শেখর, জাহিদুল ইসলাম, মহিউদ্দিন, বশির আহম্মেদ, অ্যাডভোকেট বিকাশ কুমার ঘোষ প্রমুখ।

অনুষ্ঠিত আলোচনা সভায় জানানো হয়, মহিষাকুন্ডু বটতলা মোড় হতে ৪ কিলোমিটার এই সড়কের নাম ভাষা সৈনিক মুসা মিয়া নামে পরিচিত হবে। এতে আগামী প্রজন্ম ভাষা সৈনিকদের অবদান মনে রাখবে ও তাদের আদর্শ বুকে লালন করতে পারবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫