Logo
×

Follow Us

জেলার খবর

পাবনায় আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা

Icon

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২০, ২২:১০

পাবনায় আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা

পাবনা জেলার আটঘরিয়ায় মকবুল হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় আলম হোসেন (৪২) নামের আরো একজন আহত হয়েছেন।

শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

জানা যায়, নিহত মকবুল হোসেনের আওয়ামী লীগের কর্মী ও উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের যাত্রাপুর গ্রামের রইচ উদ্দিন মাস্টারের ছেলে। আহত আলম একই গ্রামের চাঁদ মোল্লার ছেলে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতের চাচাতো ভাই আব্দুল মতীন জানান, শনিবার সন্ধ্যায় মকবুল ও আলম ধানুয়াঘাটা হাট থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় চাঁন্দাই বিলের কাছে সন্ত্রাসীরা তাদের গাড়ি থেকে নামিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়।

এলাকাবাসী জানান, ঘটনাস্থলেই মকবুল মারা যান। গুরুতর আহত অবস্থায় আলমকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক।

এ বিষয়ে আটঘরিয়া থানার পরিদর্শক (তদন্ত) আবদুল মালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে যাচ্ছেন। পরে বিস্তারিত জানাতে পারবেন।

স্থানীয়দের ধারনা আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জেরে মকবুলকে হত্যা করা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫