রেললাইনে ঘুম, ট্রেনে কাটা পড়ে ৩ জনের মৃত্যু

নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২০, ১০:১৩

নেত্রকোনার বারহাট্টা উপজেলার স্বল্পদশাল গ্রামে ট্রেনে কাটা পড়ে তিনজন প্রাণ হারিয়েছেন।
আজ রবিবার (১৮ অক্টোবর) সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন- উপজেলার সল্পদশাল গ্রামে মৃত আ. হেকিমের দুই ছেলে স্বপন মিয়া (২২) ও রিপন মিয়া (২৬) এবং একই গ্রামের কোরবান আলীর ছেলে মুখলেছ (২৮)।
স্থানীয়রা জানিয়েছেন, মাছ ধরতে গিয়ে ওই তিনজন রেললাইনের ওপর ঘুমিয়ে পড়েছিল। পরে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর হাওর এক্সপ্রেস মোহনগঞ্জ যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সমর বড়ুয়া বলেন, মরদেহগুলো উদ্ধার করে সুরত হাল তৈরি করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।