Logo
×

Follow Us

বাংলাদেশ

বাড়ির আঙিনায় গর্তে স্ত্রীর লাশ, স্বামী পলাতক

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২০, ১০:৫৬

বাড়ির আঙিনায় গর্তে স্ত্রীর লাশ, স্বামী পলাতক

বাপ্পী ও আফরোজা

অবশেষে পাঁচদিন পর কক্সবাজারের মহেশখালীর নিখোঁজ গৃহবধূ আফরোজার মরদেহ পাওয়া গেছে। 

গতকার শনিবার (১৮ অক্টোবর) রাত ১০টার দিকে তার স্বামী রাকিব হাসান বাপ্পীর বাড়ির উঠানে পুঁতে রাখা অবস্থায় লাশটি উদ্ধার করেছে পুলিশ।

আফরোজার বড় ভাই মিজানুর রহমান ঘটনাস্থল থেকে এই তথ্য জানিয়েছেন। কালারমারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহির উদ্দীনের নেতৃত্বে পুলিশ লাশটি উদ্ধার করেছেন। 

উত্তর নলবিলার আওয়ামী লীগ নেতা হাসান বশিরের ছেলে বদরখালী কলেজের প্রভাষক রাকিব হাসান বাপ্পীর সাথে হোয়ানক পুঁইছড়ার মো. ইসহাকের মেয়ে আফরোজা বেগমের প্রায় নয়মাস আগে বিয়ে হয়। এটি তার তৃতীয় বিয়ে। কিন্তু আফরোজার সাথে বিয়ের পর বাপ্পী আবার তার তালাক দেয়া স্ত্রীর সাথে যোগাযোগ শুরু করে। এ নিয়ে দাম্পত্য কলহ হয় ও প্রায় সময় আফরোজাকে অমানুষিক নির্যাতন করতো বাপ্পী। এই নিয়ে মামলাও রয়েছে বলে জানা গেছে।

এর মধ্যে ১২ অক্টোবর নিখোঁজ হয় আফরোজা। কিন্তু তার নিখোঁজের সাথে সাথে পালিয়ে যায় বাপ্পী। এরপর থেকে আফরোজার পরিবারের লোকজন বিভিন্নভাবে খোঁজ করে। কিন্তু পায়নি। থানার ওসি কালারমারছড়া ফাঁড়ির পুলিশকে দায়িত্ব দিলেও তারা অবহেলা করেছেন বলে অভিযোগ করেন আফরোজার বড় ভাই মিজান। 

এ হত্যার সাথে বাপ্পীর মা রোকেয়া হাসানসহ পরিবারের লোকজন জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫