Logo
×

Follow Us

বাংলাদেশ

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে ফের কিশোরের আত্মহত্যার চেষ্টা

Icon

যশোর প্রতিনিধি

প্রকাশ: ২০ অক্টোবর ২০২০, ১৬:০০

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে ফের কিশোরের আত্মহত্যার চেষ্টা

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে সায়েম হাওলাদার ( ১৫) নামে আবারো এক কিশোর আত্মহত্যার চেষ্টা চালিয়েছে। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

সায়েম কিশোরপটুয়াখালী জেলার দসমিনা থানার হাদিরচর গ্রামের মৃত বাদশা হাওলাদারের ছেলে।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ) তৌহিদুল ইসলাম জানান, যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের (বালক) ৫০নং হাউজের দ্বিতীয় তলায় সায়েমের কক্ষ। পটুয়াখালী জিআর নং-১৭৯/২০ মূলে আদালতের আদেশে ২০ সেপ্টেম্বর শিশু উন্নয়ন কেন্দ্র পুলেরহাট (বালক) যশোরে আটক রয়েছে সে।

তিনি বলেন, সায়েম আজ মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে জানালার গ্রিলের সাথে গলায় গামছা পেঁচিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে। এসময় হাউজের দ্বিতীয় তলায় থাকা অন্য কিশোররা টের পেয়ে কিশোর উন্নয়ন কেন্দ্রের কর্তৃপক্ষকে অবহিত করে। পরে তারা সায়েমকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সে চিকিৎসাধীন আছে।

প্রসঙ্গত, শিশু উন্নয়ন কেন্দ্রে চলতি মাসে আরো দুই কিশোর আত্মহত্যা করেছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫