Logo
×

Follow Us

বাংলাদেশ

রাজশাহীতে শিশুকে ধর্ষণের চেষ্টা, যুবক গ্রেফতার

Icon

রাজশাহী প্রতিনিধি

প্রকাশ: ২২ অক্টোবর ২০২০, ২২:০৪

রাজশাহীতে শিশুকে ধর্ষণের চেষ্টা, যুবক গ্রেফতার

রাজশাহীর তানোর উপজেলায় এবার পাউরুটি কিনে দিয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে।

এদিকে, ঘটনার দায়ে বুধবার রাতে আব্দুল মান্নান (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে গ্রেফতারকৃত মান্নানকে জেল হাজতে পাঠানো হয়।

ঘটনাটি ঘটেছে উপজেলার তালন্দ ইউনিয়নের লালপুর গ্রামে। মান্নান লালপুর গ্রামের মৃত ওসমান মন্ডলের ছেলে। আর ওই শিশু মেয়েটিকে শারীরিক পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।

তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান জানান, শারীরিক পরীক্ষার জন্য ওই শিশুকে সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে। গ্রেফতার হওয়া মান্নানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫