Logo
×

Follow Us

বাংলাদেশ

বাবুগঞ্জে ৮ জেলের কারাদণ্ড, জাল জব্দ

Icon

বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২০, ১৬:১৫

বাবুগঞ্জে ৮ জেলের কারাদণ্ড, জাল জব্দ

বরিশালের বাবুগঞ্জে ইলিশ নিধনের অপরাধে ৮ জেলেকে আটক করা হয়েছে। এসময় জব্দ করা হয়েছে প্রায় ৫ হাজার মিটার কারেন্ট জাল।

পরে মোবাইল কোর্টের মাধ্যমে আটককৃতদের মধ্যে তিনজনকে এক বছর করে এবং বাকি পাঁচজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমীনুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতে এ কারাদণ্ড প্রদান করেন।

এক বছর দণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন- মো. সাকিল (২৫), মো. মামুন (৩০), মো. সজিব (২৫) এবং এক বছরের সাজাপ্রাপ্ত মো. নূরেল হাজী (৩৫), মো. সোহাগ (৪৫), মো. হাবিবুর রহমান (২৫), মো. মনির (৩০), জসিম (১৮) মো. আলমাছ (৩৩) মো. সেলিম আকন (৪৩)।

এর আগে বৃহস্পতিবার সকালে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাইদুজ্জামানের নেতৃত্বে আড়িয়াল খাঁ, সুগন্ধ্যা, সন্ধ্যা নদীতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে বাবুগঞ্জ থানা পুলিশ।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫