Logo
×

Follow Us

বাংলাদেশ

রাজবাড়ী কোর্ট পুলিশের হাজতখানায় আসামির ঝুলন্ত মরদেহ

Icon

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২০, ২০:০০

রাজবাড়ী কোর্ট পুলিশের হাজতখানায় আসামির ঝুলন্ত মরদেহ

রাজবাড়ী কোর্ট পুলিশের হাজতখানা থেকে আলামিন মন্ডল (৩০) নামে এক অস্ত্র মামলার আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল ৪টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। আলামিন পাংশা উপজেলার রুপিয়াট গ্রামের আ. আজিজ মন্ডলের ছেলে।

রাজবাড়ী সদর কোর্ট পুলিশ পরিদর্শক মো. মাহবুবুর রহমান বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী সকালে তাকে রাজবাড়ী জেলা কারাগার থেকে কোর্ট পুলিশের হাজতখানায় আনা হয়। সকালে অস্ত্র মামলায় জেলা যুগ্ম দায়রা জজ-১ আদালতে নেয়া হয়। দুপুর দেড়টার দিকে আদালত থেকে তাকে আবারো হাজতখানায় আনা হয়। বিকেল ২ টার দিকে তাকে জেলখানায় পাঠানোর জন্য আলামিন মন্ডলের নাম ধরে ডাকলে তার কোন সাড়া পাওয়া যায়না। এরপর হাজতখানার ভিতরে ঢুকে দেখতে পাই সেখানকার টয়লেটের ভিতরে নিজের পরিহিত লুঙ্গি ছিঁড়ে এঙ্গেলের সাথে ঝুলে আত্মহত্যা করেছে।

এ বিষয়ে রাজবাড়ী সদর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫