Logo
×

Follow Us

বাংলাদেশ

নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানোর দাবিতে বিক্ষোভ

Icon

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২০, ১৪:২৫

নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানোর দাবিতে বিক্ষোভ

ছবি: পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরে শাকসবজি, চাল-ডাল-তেলসহ সব নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানোর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে মানববন্ধন

আজ মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে পিরোজপুর শহরের টাউনক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করে জেলা ছাত্র ইউনিয়ন।

এ সময় মানববন্ধনে বক্তারা বলেন, দেশে যে হারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে, তা গরীব-মেহনতি মানুষের ক্রয়ক্ষমতার বাইরে। সরকার অবিলম্বে অসাধু ব্যবসায়ীদের লাগাম টেনে ধরতে না পারলে অনেক গরীব-অসহায় মানুষ না খেয়ে মারা যাবে।

বর্তমান বাজারের খাদ্যদ্রব্যের‌ মূল্যবৃদ্ধির কারণে অনেক নিম্ন-মধ্যবিত্ত পরিবারের বেহাল। তাই দ্রুত বাজার নিয়ন্ত্রণে এনে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে পণ্যের দাম নিশ্চিত করতে সরকার ব্যর্থ হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন ছাত্র সংগঠনটির নেতারা।

মানববন্ধনে আরো বক্তব্য দেন জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি ইমন চৌধুরী, সাধারণ সম্পাদক আব্বাস তালুকদার, দফতর সম্পাদক আবির হাসান, শিক্ষা ও গবেষণা সম্পাদক নাজমিন তুলি, সদর শাখার সাংস্কৃতিক সম্পাদক এস আই রানাসহ আরো অনেকে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫