Logo
×

Follow Us

জেলার খবর

বাগেরহাটে বিচার বিভাগের কর্মচারীদের স্মারকলিপি প্রদান

Icon

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ১১ নভেম্বর ২০২০, ২১:০৫

বাগেরহাটে বিচার বিভাগের কর্মচারীদের স্মারকলিপি প্রদান

বাগেরহাটে পদোন্নতি ও নিয়োগবিধি সংশোধনসহ তিন দফা দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন বাগেরহাট জেলা শাখার সদস্যরা।

বুধবার (১১ নভেম্বর) বাগেরহাট জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের হাতে স্মারকলিপি তুলে দেন সংগঠনের নেতারা।

এ সময় অ্যাসোসিয়েশনের জেলা শাখার সভাপতি অমিত রায়, সহসভাপতি অঞ্জন দাশ, সাধারণ সম্পাদক এফ এম জাহাঙ্গীর হাসান, সহপ্রচার সম্পাদক ইমতিয়াজ শাওনসহ সদস্যরা উপস্থিত ছিলেন।


দাবিগুলো হলো, অধস্তন আদালতের কর্মচারীদের বিচার বিভাগীয় কর্মচারী হিসেবে গণ্য করে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন-ভাতা প্রদান। সব ব্লক পদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজন করে হাইকোর্ট বিভাগ ও মন্ত্রণালয়ের মতো যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে প্রতি ৫ বছর পরপর পদোন্নতি অথবা উচ্চতর গ্রেড প্রদানের ব্যবস্থা করা। অধস্তন সব আদালতের নিয়োগবিধি সংশোধন করে এক ও অভিন্ন নিয়োগবিধিমালা প্রণয়ন।

এর আগে মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে একই দাবিতে বাগেরহাট জেলা জজ আদালতের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন সংগঠনের সদস্যরা।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫