Logo
×

Follow Us

বাংলাদেশ

ঘুমন্ত বাবা-মায়ের কোল থেকে নবজাতক চুরি

Icon

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২০, ১৬:৪৯

ঘুমন্ত বাবা-মায়ের কোল থেকে নবজাতক চুরি

বাগেরহাটের মোরেলগঞ্জে ঘুমন্ত বাবা-মায়েরর কোল থেকে সোহানা নামের ১৭ দিনের এক নবজাতক চুরির অভিযোগ উঠেছে। রবিবার (১৫ নভেম্বর) মধ্যরাতের কোনো এক সময় মোরেলগঞ্জ উপজেলার গাবতলা গ্রামে এ ঘটনা ঘটে। সোহানা আক্তার গাবতলা গ্রামের জেলে সুজন খান ও শান্তা আক্তার দম্পতির সন্তান।

সুজন খান ও শান্তা আক্তার জানান, রবিবার রাতে খেয়ে ঘরের আলো বন্ধ করে ঘুমিয়ে পড়ছিলেন। সোহানা তাদের দুইজনের মাঝে ঘুমিয়ে ছিল। রাতে কয়েকবার দুধও খাওয়ানো হয়েছে। রাত ২টার দিকে উঠে দেখেন তাদের মেয়ে নেই। এরপর তাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসে।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, নবজাতক সোহানাকে উদ্ধার করতে ভোর চারটা থেকেই আমরা অভিযান শুরু করেছি।আমরা ঘটনাস্থলে রয়েছি, নবজাতকে খুজে পেতে সর্বোচ্চ চেষ্টা চলছে।

ওসি আরো বলেন, নবজাতক সোহানার বাবা সুজন খানের আগেও বিয়ে হয়েছিল। ওই স্ত্রীরও দুই বছরের একটা মেয়ে রয়েছে। এই সন্তান খোয়া যাওয়া পারিবারিক কোনো ষড়যন্ত্র কি না, আমরা তা-ও খতিয়ে দেখছি।

মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, নবজাতক চুরির কথা শুনে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। পুলিশসহ বিভিন্ন মাধ্যমে নবজাতকটিকে খোঁজার চেষ্টা করা হচ্ছে। চুরি হওয়া নবজাতকের পরিবারের পাশে আমরা রয়েছি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫