Logo
×

Follow Us

জেলার খবর

যাত্রীবাহী বাসে ড্রামের ভেতর মিললো নারীর লাশ

Icon

বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ২১ নভেম্বর ২০২০, ০৮:৪৮

যাত্রীবাহী বাসে ড্রামের ভেতর মিললো নারীর লাশ

বরিশাল-ঢাকা মহাসড়কে গৌরনদী উপজেলার ভুরঘাটা বাসস্ট্যান্ডে যাত্রীবাহী লোকাল বাসে থাকা একটি ড্রাম থেকে অজ্ঞাত নারীর (৩০) লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) রাতে বাস শ্রমিকদের সহযোগিতায় গৌরনদী মডেল থানা পুলিশ লাশটি উদ্ধার করে।

বাসের হেলপার ও সুপারভাইজারের বরাত দিয়ে স্থানীয়রা জানান, সন্ধ্যা সোয়া ছয়টার দিকে নথুল্লাবাদ বাসস্ট্যান্ডে থেকে পিএস ক্লাসিক নামের একটি বাস (বরিশাল-জ ১১-০১০৬) বিকেল পৌনে ৭টার দিকে ভুরঘাটার উদ্দেশ্যে ছেড়ে যায়।

পথিমধ্যে গড়িয়ারপাড় নামক স্থান থেকে একটি ড্রাম নিয়ে অজ্ঞাত এক যাত্রী বাসে উঠে। বাসটি ভুরঘাটা বাসস্ট্যান্ডে আসার পর সকল যাত্রীর সাথে ওই লোকটি ড্রাম না নিয়ে বাস থেকে নেমে পড়ে।

পরবর্তীতে ড্রামটি বাসের মধ্যে দেখতে পায় বাসের হেলপার-সুপারভাইজার। রাত সাড়ে আটটার দিকে বাসের হেলপার-সুপারভাইজার ড্রাম খুলে লাশটি দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়।

গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ড্রামের মধ্যে থেকে রক্তাক্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়েছে।

তিনি আরো জানান, লাশের মাথায় জখমের চিহ্ন রয়েছে। তবে নিহতের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫