Logo
×

Follow Us

বাংলাদেশ

নওগাঁয় করোনায় আরো ২ জনের মৃত্যু

Icon

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ২১ নভেম্বর ২০২০, ১৫:৪৪

নওগাঁয় করোনায় আরো ২ জনের মৃত্যু

নওগাঁ জেলায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো দুইজনের মৃত্যু হয়েছে। 

তারা দুইজনই নওগাঁ সদর উপজেলার। জেলায় এ নিয়ে মোট মৃত্যের সংখ্যা দাঁড়ালো ২৪ জন। ডেপুটি সিভিল সার্জন ডা. মঞ্জুর মোর্শেদ এ তথ্য নিশ্চিত করেছেন। 

গত ২৪ ঘন্টায় নতুন করে জেলায় আরো ছয়জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে নওগাঁ সদর উপজেলায় চারজন ও নিয়ামতপুর উপজেলার দুইজন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো এক হাজার ৩৮৬ জন। 

এ সময় নতন করে মাত্র একজনকে কোয়ারেন্টিনে নেয়া হয়েছে। এ নিয়ে জেলায় সর্বমোট কোয়ারেন্টিনে নেয়া ব্যক্তির সংখ্যা ১৬ হাজার ৭৫৪ জন। এ সময় কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে একজনকে। সর্বমোট ছাড়পত্র দেয়া হয়েছে ১৬ হাজার ৪৫৪ জনকে। বর্তমানে কোয়ারেন্টিনে রয়েছেন তিনশজন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫