Logo
×

Follow Us

বাংলাদেশ

গাজীপুরে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ২১ নভেম্বর ২০২০, ১৬:০২

গাজীপুরে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

গাজীপুর মহানগরীর দিঘিরচালা এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শহরের দিঘিরচালা এলাকা থেকে আজ শনিবার (২১ নভেম্বর) সকাল সোয়া ৮টার দিকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। 

তার বয়স আনুমানিক ২৫ বছর। তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় পাওয়া যায়নি।

বাসন থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্ত করাতে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গাজীপুর পিবিআইয়ের এসআই সজিবুল হাসান জানান, নিহতের পিঠ ও হাতসহ শরীরের বিভিন্ন স্থানে ক্ষত চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, কে বা কারা তাকে হত্যার পর সেবা হাসপাতালের পেছনে ডানা প্লাজার পাশে লাশ ফেলে যায়। তার ডান পায়ের কেডসটি স্থানীয় ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে পাওয়া যায়।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫