Logo
×

Follow Us

বাংলাদেশ

চট্টগ্রামে প্রায় দেড় লাখ ইয়াবাসহ যুবক আটক

Icon

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ২২ নভেম্বর ২০২০, ১২:৩৫

চট্টগ্রামে প্রায় দেড় লাখ ইয়াবাসহ যুবক আটক

মিয়ানমার থেকে নদীপথে সরাসরি মাছ ধরার ট্রলারে করে ইয়াবা এনে চট্টগ্রামের কালুরঘাটে খালাস করার সময় হাতেনাতে সোহেল উদ্দিন নামে একজনকে আটক করেছে পুলিশ। 

এসময় তার কাছ থেকে ১ লাখ ৪৮ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। 

গতকাল শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরীর চান্দগাঁও থানার পুরাতন কালুরঘাট এলাকা থেকে এসব ইয়াবা জব্দ করা হয়।  

চান্দগাঁও থানার ওসি আতাউর রহমান খন্দকার বিষয়টি নিশ্চিত করে সাম্প্রতিক দেশকালকে বলেন, মিয়ানমার থেকে নদী পথে ট্রলারে করে ইয়াবা এনে চট্টগ্রামে খালাস করছিল একটি চক্র। গোপন সংবাদে মোহরার পুরাতন কালুরঘাট এলাকায় ট্রলার থেকে ইয়াবা খালাস করে গাড়িতে উঠানোর সময় সোহেল উদ্দিন নামে একজনকে আটক করা হয়। এসময় তার হেফাজতে থাকা ১ লাখ ৪৮ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। 

তিনি বলেন, সোহেলকে জিজ্ঞাসাবাদ করে বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে। এছাড়া ওই চক্রের পলাতক অন্য সদস্যদেরও আটকে অভিযান চলছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫