Logo
×

Follow Us

বাংলাদেশ

কাপ্তাইয়ে বাস-সিএনজি সংঘর্ষে আহত ১০

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২২ নভেম্বর ২০২০, ১৭:২৫

কাপ্তাইয়ে বাস-সিএনজি সংঘর্ষে আহত ১০

চট্টগ্রামের কাপ্তাই রাঙামাটি-বান্দরবান সড়কের রাইখালীতে যাত্রীবাহী বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। রবিবার (২২ নভেম্বর) সকাল ১০টায় জাহাজভাঙা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বর্তমানে রাঙামাটি ও বান্দরবান সড়ক যান চলাচল বন্ধ রয়েছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, আহতদের উদ্ধার করে স্থানীয় চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন চন্দ্রঘোনা থানা অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী।

তিনি বলেন, সকালে রাজস্থলী থেকে রাঙামাটির উদ্দেশে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি জাহাজভাঙা নামক স্থানে আসলে সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে কাপ্তাই জোনের বাঙালহালিয়া সেনাবাহিনী ও  কাপ্তাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্থানীয়দের সহায়তায় দুর্ঘটনা কবলিত যাত্রীদের উদ্ধার করে।


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫