Logo
×

Follow Us

জেলার খবর

ময়মনসিংহে কলেজছাত্রের ‘আত্মহত্যা’

Icon

গফরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ২২ নভেম্বর ২০২০, ১৯:৪০

ময়মনসিংহে কলেজছাত্রের ‘আত্মহত্যা’

ময়মনসিংহের গফরগাঁওয়ে মো. রিয়েল (১৬) নামে এক কলেজছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। রবিবার (২২ নভেম্বর) বিকেল সোয়া চারটার দিকে উপজেলার পাগলা থানার উস্থি ইউনিয়নের কান্দাপাড়া গ্রামে ঘটে।

মো. রিয়েল কান্দিপাড়া আব্দুর রহমান ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক প্রথমবর্ষের ছাত্র । সে ২০২০ সালে কান্দিপাড়া নতুন বাজার জনতা আদর্শ বিদ্যানিকেতন থেকে এসএসসি পরীক্ষায় উর্ত্তীণ হয়। তার পিতার নাম আব্দুল মতিন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, পারিবাহিক কলহের জের ধরে রবিবার বিকেলে মো. রিয়েল বসতবাড়ি নিজের রুমে দরজা লাগিয়ে ঘরের আড়ার সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। টের পেয়ে পরিবারের লোকজন ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে দেখে ঘরের আড়ার সাথে ফাঁস দেওয়া অবস্থায় রিয়েলের মৃতেদেহ ঝুলছে।

পাগলা থানার ওসি মো. শাহিনুজ্জামান খান বলেন, এ ব্যাপারে পাগলা থানায় একটি ইউডি মামলা দায়ের করা হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫