Logo
×

Follow Us

জেলার খবর

পুঠিয়া পৌরসভার নির্বাচন ২৮ ডিসেম্বর

Icon

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশ: ২২ নভেম্বর ২০২০, ২২:২৭

পুঠিয়া পৌরসভার নির্বাচন ২৮ ডিসেম্বর

রাজশাহীর পুঠিয়া পৌরসভার দ্বিতীয়বারের মত নির্বাচনের জন্য ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৮ ডিসেম্বর। রবিবার (২২ নভেম্বর) বিকেলে সারা দেশে প্রথম ধাপে ২৫টি পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। এর মধ্যে রাজশাহী জেলার পুঠিয়া পৌরসভার নাম এসেছে।

এবার ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে (ইভিএম) ভোট গ্রহণ করা হবে। তফসিল অনুসারে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১ ডিসেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে আগামী ৩ ডিসেম্বর। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১০ ডিসেম্বর আর ভোট গ্রহণ হবে ২৮ ডিসেম্বর।

এদিকে তফসিল ঘোষণার পর থেকে এক ডজন বিভিন্ন দলীয় মনোনয়ন প্রত্যাশীরা মাঠে নেমে গেছেন। এদের মধ্যে দলের হাই কমান্ডের সাথে যোগাযোগ শুরু করেছেন আ’লীগ ও বিএনপির সম্ভাব্য প্রার্থীরা। আবার অনেকেই ছুটে যাচ্ছেন তৃণমূল নেতাকর্মী ও সাধারণ ভোটারদের কাছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাচন কর্মকর্তা জয়নুল আবেদীন বলেন, আমাদের পক্ষ থেকে ভোট গ্রহণের সকল প্রস্তুতি নেয়া আছে। তফসিল ঘোষণা হয়েছে শুনেছি। তবে কাগজপত্র এখনো আমাদের কাছে পৌঁছায়নি। আমাদের কাছে আসামাত্র তা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেয়া হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫