Logo
×

Follow Us

বাংলাদেশ

প্রধানমন্ত্রীর দেয়া ঘর পরিদর্শনে ভেদরগঞ্জ ইউএনও

Icon

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশ: ২২ নভেম্বর ২০২০, ২২:৪৬

প্রধানমন্ত্রীর দেয়া ঘর পরিদর্শনে ভেদরগঞ্জ ইউএনও

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নে মুজিব শতবর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর  ঘোষণাকে বাস্তবায়নের উদ্দেশ্যে দেশের ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসনের লক্ষ্যে নির্মাণাধীন ৭টি ঘরের কাজ পরিদর্শন করেন ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসীফ। 

রবিবার (২২ নভেম্বর) বেলা ১২টা থেকে ছঁয়গাও ইউনিয়নের ৭টি ঘর পরিদর্শন করে তিনি। 

উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসীফ বলেন, গৃহহীন ও ভূমিহীনরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া ঘর পেয়ে অনেক খুশি ও আনন্দিত। তবে এবিষয় কোন ঘর নির্মাণে অনিয়ম পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫