Logo
×

Follow Us

বাংলাদেশ

সাভারে শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

Icon

সাভার প্রতিনিধি

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২০, ১০:৫৫

সাভারে শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

সাভারে সাড়ে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে সৈয়দ মিয়া (৬০) নামে এক রিকশাচালককে আটক করেছে পুলিশ।

গতকাল বুধবার (২৫ নভেম্বর রাতে) সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের জয়নাবাড়ি এলাকার ভাড়া বাড়ি থেকে অভিযুক্তকে আটক করা হয়। তার বাড়ি বরিশাল জেলায়।

ধর্ষণের শিকার শিশুর মা জানান, হেমায়েতপুরের জয়নাবাড়ি এলাকার দেলোয়ার হোসেনের বাড়িতে একটি কক্ষ ভাড়া নিয়ে থাকেন তারা। বুধবার সকালে কাজের উদ্দেশ্যে তারা বাড়ি থেকে বের হয়ে যান। এই সুযোগে প্রতিবেশী সৈয়দ মিয়া সন্ধ্যায় তার শিশু মেয়েকে টাকা দেয়ার লোভ দেখিয়ে নিজের ঘরে নিয়ে মুখ চেপে ধর্ষণ করে। এসময় শিশুটির চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে ধর্ষককে আটক রেখে সাভার মডেল থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধর্ষককে আটক করে।

এ বিষয়ে সাভার মডেল থানার ওসি এএফএম সায়েদ জানান, শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। 

তিনি আরো বলেন, সৈয়দকে আসামি করে সাভার মডেল থানায় একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে ও বিষয়টির তদন্ত চলছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫