Logo
×

Follow Us

বাংলাদেশ

দেবীগঞ্জে তিন ইউনিটে ছাত্রদলের আহ্বায়ক কমিটি অনুমোদন

Icon

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২০, ১৯:২৩

দেবীগঞ্জে তিন ইউনিটে ছাত্রদলের আহ্বায়ক কমিটি অনুমোদন

দীর্ঘ একযুগ পর পঞ্চগড়ের দেবীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের তিনটি ইউনিটের আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে জেলা ছাত্রদল। প্রতিটি ইউনিটে ২১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেয়া হয়।

শুক্রবার (২৭ নভেম্বর) জেলা ছাত্রদলের সভাপতি মো. আব্দুল কাদের মাসুম ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মানিক দেবীগঞ্জ উপজেলা, পৌরসভা ও দেবীগঞ্জ সরকারি কলেজের আহ্বায়ক কমিটি অনুমোদন দেয় এবং আগামী ৬০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা কমিটিকে জমা দেয়ার নির্দেশনা দেয়া হয়।

আসাদুজ্জামান সুমনকে আহ্বায়ক ও মেহেদী হাসান তুহিনকে সদস্য সচিব করে উপজেলা আহ্বায়ক কমিটি, সাদ্দাম হোসেন পাটোয়ারীকে আহ্বায়ক ও ইব্রাহীম আলীকে সদস্য সচিব করে পৌর কমিটি এবং খালিদ মাহমুদ সৈকতকে আহ্বায়ক ও মুরাদ ইসলামকে সদস্য সচিব করে দেবীগঞ্জ সরকারি কলেজ কমিটি অনুমোদন দেয়া হয়।

উপজেলা কমিটির আহ্বায়ক আসাদুজ্জামান সুমন বলেন, ১২ বছর পর দেবীগঞ্জে আহ্বায়ক কমিটি পেল ছাত্রদল। আহ্বায়ক কমিটি অনুমোদনের পর থেকে ছাত্রদলের নেতা-কর্মীদের মনোবল বৃদ্ধি পেয়েছে। আশা করছি দেবীগঞ্জের ৩ টি ইউনিট নির্দিষ্ট সময়ের আগে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে পারবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫