Logo
×

Follow Us

বাংলাদেশ

ময়মনসিংহে টাকাসহ জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার

Icon

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২০, ২০:২১

ময়মনসিংহে টাকাসহ জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার

ময়মনসিংহ নগরীর জামতলা মোড় এলাকা থেকে অন-লাইন জুয়া চক্রের তিনজন সদস্যকে ১২ লাখ টাকাসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন জেলা গোয়েন্দা শাখার ওসি শাহ কামাল আকন্দ।

গ্রেফতারকৃতরা হলেন, মো. মাহফুজ, সজিব মিয়া এবং মাহবুবু করিম বাবু। সকলেই জামতলা মোড় এলাকার বাসিন্দা।

ওসি শাহ কামাল আকন্দ বলেন, দীর্ঘদিন ধরে এই চক্রটি অনলাইন জুয়া খেলায় প্রলুব্ধ করে এলাকার যুবকদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। অনেক পরিবার নি:স্ব হয়েছে। এমন অভিযোগে গোয়েন্দা পুলিশ সেখানে নজরদারী বাড়িয়ে ছিলো।


সন্ধ্যায় তাদের অফিসে অভিযান পরিচালনা করে ১২ লাখ ১১ হাজার টাকা, ১০টি মোবাইল ফোন ও কিছু কাগজপত্র জব্দ করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ারও কথা জানান শাহ কামাল আকন্দ।  


স্থানীয় রেজাউল করিম ও আব্দুল হক বলেন, তাদের দুই ছেলে এ নেশায় ৭ থেকে ৮ লাখ টাকার মতো নষ্ট করেছে। হয়েছে পড়া শোনার ক্ষতি। এ কারণে সংসারে অশান্তি লেগেই থাকতো। আজ থেকে মনে হয় এলাকায় শান্তি ফিরে আসবে। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫