Logo
×

Follow Us

জেলার খবর

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২০, ১৩:২৫

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় ট্রাক্টরট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। 

আজ রবিবার (২৯ নভেম্বর) সকালে উপজেলার পারমথুরাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই উপজেলার চাঁদপুর ইউনিয়নের বাসুদেবপুর গ্রামের হুমায়নের ছেলে ট্রাক্টর চালক টুলু হোসেন (১৯) ও একই উপজেলার চাঁদপুর গ্রামের আজিজুল হকের ছেলে মোটরসাইকেল চালক শাকিল হোসেন (২১)।

হরিণাকুণ্ডু থানার ওসি আব্দুর রহিম বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে সদর উপজেলার কিংশুক ইটভাটার ট্রাক্টরট্রলি চালক টুলু মাটি আনতে হরিণাকুন্ডুর দিকে যাচ্ছিল। পথে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেলে ট্রলিচালক টুলু ঘটনাস্থলেই মারা যায়। 

তিনি বলেন, মোটরসাইকেলের চালক শাকিল হোসেনকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হলে পথেই তার মৃত্যু হয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫