Logo
×

Follow Us

বাংলাদেশ

ময়মনসিংহে করোনায় চিকিৎসকের মৃত্যু

Icon

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২০, ১১:৫৫

ময়মনসিংহে করোনায় চিকিৎসকের মৃত্যু

মজিবুর রহমান খান হীরা। ছবি: ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের প্রখ্যাত গাইনিকোলজিস্ট চিকিৎসক মজিবুর রহমান খান হীরা (৬৮) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। 

তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের অবসরপ্রাপ্ত চিকিৎসক ছিলেন বলে জানিয়েছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক চিকিৎসক লক্ষীনারায়ণ।

তিনি বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের দশম ব্যাচের শিক্ষার্থী ছিলেন চিকিৎসক মজিবুর। গত দুই সপ্তাহ আগে তিনি করোনায় আক্রান্ত হলে তাকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। 

তিনি আরো বলেন, সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রবিবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তিনি করোনার পাশাপাশি ডেঙ্গু জ্বর ও ডায়াবেটিস রোগে ভুগছিলেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫