Logo
×

Follow Us

বাংলাদেশ

বোদার সড়কে ঝরলো যুবদল নেতার প্রাণ

Icon

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২০, ১৮:২২

বোদার সড়কে ঝরলো যুবদল নেতার প্রাণ

পঞ্চগড়ের বোদা উপজেলায় সড়ক দুর্ঘটনায় মঞ্জুরুল মোর্শেদ রাজু নামের এক যুবদল নেতা নিহত হয়েছেন।

শুক্রবার মধ্যরাতে উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের শিমুলতলী এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত মঞ্জুর মোর্শেদ রাজু উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও আহ্বায়ক ছিলেন। তিনি দেবীগঞ্জ পৌরসভার বাবুপাড়া এলাকার বীর মুক্তিযোদ্ধা মৃত শফিউল আলম প্রধানের ছেলে।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হাসান সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গতকাল শুক্রবার রাতে দেবীগঞ্জের নিজ বাসা থেকে মোটরসাইকেলে পার্শ্ববর্তী বোদা উপজেলার সাকোয়ার উদ্দেশে রওনা হন রাজু। রাত সোয়া ১২টার দিকে চন্দনবাড়ি ইউনিয়নের শিমুলতলী এলাকায় পৌঁছলে কুয়াশার কারণে দেখতে না পেয়ে সড়কে থেমে থাকা ট্রাকের পেছনে ধাক্কা খায় তার মোটরসাইকেল। এতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫