Logo
×

Follow Us

বাংলাদেশ

চট্টগ্রামে টেম্পু উল্টে যুবক নিহত

Icon

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২০, ১৭:৩০

চট্টগ্রামে টেম্পু উল্টে যুবক নিহত

চট্টগ্রাম মহানগরীর বায়েজিদের রৌফাবাদ এলাকায় টেম্পু উল্টে সিরাজুল ইসলাম (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার নিশ্চিত করেছেন।

নিহত সিরাজুল ইসলাম আতুরার ডিপো এলাকার আমিন কলোনিতে ভাড়া বাসায় থাকতেন। তিনি ভোলার লালমোহন উপজেলার বগিরচরের শহিদুল ইসলামের ছেলে।

বায়েজিদ থানার ওসি প্রিটন সরকার বলেন, সকাল সাড়ে ৮টার দিকে রৌফাবাদ এলাকায় টেম্পু উল্টে ঘটনাস্থলে এক যুবক নিহত ও তিনজন আহত হন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়েছে। নিহত সিরাজুল ইসলামের মরদেহ মর্গে রাখা হয়েছে।

তিনি বলেন, চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি। তবে টেম্পু জব্দ করা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫