Logo
×

Follow Us

বাংলাদেশ

বাগেরহাটে মদসহ গ্রেফতার ৫

Icon

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২১, ১৭:৩৯

বাগেরহাটে মদসহ গ্রেফতার ৫

বাগেরহাটের মোংলায় ২৬ বোতল মদসহ পাঁচজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের দাবি করেছে কোস্টগার্ডের সদস্যরা।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) রাতে মোংলা বাসস্ট্যান্ড সংলগ্ন তিন রাস্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে মোংলা পশ্চিম জোনের কোস্টগার্ড সদস্যরা তাদের গ্রেফতার করে।

তারা হলেন- মোংলা উপজেলার টেংরামারী গ্রামের নারায়ণ চন্দ্র মন্ডলের ছেলে মন্ডল রায় (৪৮), একই উপজেলার দিগরাজ গ্রামের সুজন অধিকারীর ছেলে মাধব অধিকারী (১৯), রামপাল উপজেলার দূর্গাপূর গ্রামের প্রসান্ত গাইনের ছেলে পিংকু গাইন (৩০), একই উপজেলার গীলাতলা গ্রামের আজিক খলিফার ছেলে আফতাফ খলিফা (২০) এবং বাবুর বাড়ি এলাকার রবিন শংকরের ছেলে শিব শংকর (১৮)।

শুক্রবার (১ জানুয়ারি) দুপুরে কোস্টগার্ড পশ্চিম জোনের লেফটেন্যান্ট (বিএন)এম মাজহারুল হকের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫