Logo
×

Follow Us

বাংলাদেশ

পাবনায় আ.লীগ নেতার হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ

Icon

 পাবনা প্রতিনিধি

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২১, ২০:৪১

পাবনায় আ.লীগ নেতার হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ

পাবনায় অটোরিকশার গ্যারেজ দেয়াকে কেন্দ্র করে আধিপত্য বিস্তার নিয়ে ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা বকুল হোসেন শেখের (৪৩) হত্যাকারীদের দ্রুত ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

সোমবার (১১ জানুয়ারি) দুপুর সাড়ে ১২ টায় শহরের অনন্ত বাজার থেকে মিছিল বের হয়ে শহরের কোট চত্বর সড়ক প্রদক্ষিণ করে লাইবাড়ী বাজার হয়ে পরে দক্ষিণ রামচন্দপুরে গিয়ে শেষ হয়।

এসময় বকুল হত্যায় আটককৃতদের দ্রুত ফাঁসির দাবিতে শ্লোগানে মুখরিত হয়। বিক্ষোভ মিছিলে নিহত বকুলের বড় ভাই শহিদ শেখসহ আত্মীয়স্বজন এলাকাবাসী উপস্থিত ছিলেন।

বিক্ষোভ মিছিলে হত্যাকারীদের অবিলম্বে ফাঁসি কার্যকরের ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিসহ অনন্ত বাজার এলাকায় অবৈধ চাঁদা আদায় বন্ধ করতে প্রশাসন ও স্থানীয় এমপি গোলাম ফারুক প্রিন্সের নিকট আকুল আবেদন জানানো হয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫