Logo
×

Follow Us

বাংলাদেশ

নেত্রকোনায় বাস খাদে, আহত ২০

Icon

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২১, ২০:৫০

নেত্রকোনায় বাস খাদে, আহত ২০

নেত্রকোনায় যাত্রীবাহী বাসের সামনের চাকা ফেটে খাদে পড়ে ২০ যাত্রী আহত হয়েছেন।

সোমবার (১১ জানুয়ারি) দুপুর ২টার দিকে নেত্রকোনা-মোহনগঞ্জ সড়কের বাংলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করেছে। এখন পর্যন্ত নিহতের খবর পাওয়া যায়নি।

নেত্রকোনা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টাফ খানে আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানায়, সোমবার দুপুরে মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাস নেত্রকোনার উদ্দেশ্যে যাচ্ছিল। সদর উপজেলার বাংলা নামক স্থানে পৌঁছলে বাসের সামনের চাকা ফেটে পুকুরে পড়ে যায়।

এতে প্রায় ২০ জন যাত্রী আহত হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় তাদেরকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়। উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫