সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২১, ০৯:৩৮ এএম
ছবি: সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ৩০ পিস ইয়াবাসহ তিন যুবককে আটক করেছে পুলিশ।
গতকাল সোমবার (১১ জানুয়ারি) উপজেলার বাদাঘাট উত্তর ইউনিয়নের কামড়াবন্দ গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- তাহিরপুর সদর ইউনিয়নের ধুতমা গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে জনি মিয়া(২৬), বাদাঘাট উত্তর ইউনিয়নের কামড়াবন্দ গ্রামের বিল্লাল মিয়ার ছেলে বাদল মিয়া(২৭) ও ইব্রাহিম খলিল (২৯)।
পুলিশ জানায়, উপজেলার বাদাঘাট ইউনিয়ন কামড়াবন্দ গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে বাদাঘাট পুলিশ ফাঁড়ির এসআই মাহমুদুল হাসানের নেতৃত্বে ও এএসআই রাজু বিশ্বাসের সহযোগিতায় কামড়াবন্দ গ্রাম থেকে ওই তিনজনকে আটক করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশি করে ৩০পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।
এএসআই রাজু জানান, ইয়াবাসহ আটক হওয়া তিন যুবকের বিরুদ্ধে তাহিরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
তাহিরপুর থানা ওসি আব্দুল লতিফ তরফদার ইয়াবাসহ তিন যুবক আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আটকদের আজ মঙ্গলবার (১২ জানুয়ারি) সকালে আদালতে পাঠানো হবে। মাদক সেবনকারী ও ব্যবসায়ীদের দমনে আমাদের অভিযান চলমান আছে। এ বিষয়ে কোনো ছাড় দেয়া হবে না।
ABOUT CONTACT ARCHIVE TERMS POLICY ADVERTISEMENT
প্রধান সম্পাদক: ইলিয়াস উদ্দিন পলাশ | প্রকাশক: নাহিদা আকতার জাহেদী
প্রধান সম্পাদক: ইলিয়াস উদ্দিন পলাশ
প্রকাশক: নাহিদা আকতার জাহেদী
অনলাইন সম্পাদক: আরশাদ সিদ্দিকী
অনলাইন সম্পাদক: আরশাদ সিদ্দিকী | ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
© 2021 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh