লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২১, ০৮:৩০ পিএম
জেলার হাতীবান্ধা উপজেলায় পিতাকে মারধর ও বাড়ি থেকে বের হওয়ার রাস্তা বন্ধ করে দেয়া সেই ছেলেকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে উপজেলার বড়খাতা ইউনিয়নের পশ্চিম সারডুবি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে গত সোমবার ঘটনায় বিচার চেয়ে স্থানীয় থানায় অভিযোগ করেন পিতা আব্দুল আজিজ।
জানা গেছে, ওই এলাকার আব্দুল আজিজের ছোট ছেলে রফিকুল ইসলাম ঢাকায় চাকুরী করে প্রতিমাসে বাড়িতে টাকা পাঠাতেন। ওই টাকা বাবা আব্দুল আজিজ ও মা সফিয়া বেগম খরচ করে খেতেন। রফিকুল ইসলাম বাড়ি এসে তার পাঠানো টাকা দাবি করলে বাবা-মায়ের সাথে ছেলের দ্বন্দ্ব শুরু হয়।
সম্প্রতি টাকা ফেরত চেয়ে না পেয়ে ছেলে রফিকুল ইসলাম তার বাবা আব্দুল আজিজকে মারধর করেন। যা গ্রাম্য শালিসে মীমাংসা হয়। পরে আবারও গত ৯ জানুয়ারি রফিকুল ইসলাম তার বাবা ও মাকে মারধর করেন।
পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ি ফিরে আব্দুল আজিজ দেখেন তাদের চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছেন ছেলে। পরে আইনি সহযোগিতা চেয়ে গত সোমবার স্থানীয় থানায় অভিযোগ করেছেন আব্দুল আজিজ।
এ বিষয়ে আব্দুল আজিজ- সফিয়া বেগম দম্পতি বলেন, আমরা দীর্ঘ দিন ধরে আমার ছোট ছেলে ও তার বউয়ের মাধ্যমে নির্যাতনের শিকার হচ্ছি। বিচার চেয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ ও থানায় অভিযোগ করেছি।
হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পিতার অভিযোগে ছেলে রফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে এবং অভিযোগের তদন্ত করা হচ্ছে।
ABOUT CONTACT ARCHIVE TERMS POLICY ADVERTISEMENT
প্রধান সম্পাদক: ইলিয়াস উদ্দিন পলাশ | প্রকাশক: নাহিদা আকতার জাহেদী
প্রধান সম্পাদক: ইলিয়াস উদ্দিন পলাশ
প্রকাশক: নাহিদা আকতার জাহেদী
অনলাইন সম্পাদক: আরশাদ সিদ্দিকী
অনলাইন সম্পাদক: আরশাদ সিদ্দিকী | ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
© 2021 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh