Logo
×

Follow Us

বাংলাদেশ

উখিয়ায় ইয়াবাসহ নারী ইউপি সদস্য আটক

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২১, ২২:০৮

উখিয়ায় ইয়াবাসহ নারী ইউপি সদস্য আটক

কক্সবাজার -টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে রেজুখাল যৌথ চেকপোস্টের বিজিবি সদস্যরা যাত্রীবাহী সিএনজি গাড়ী তল্লাশি চালিয়ে ১৩০পিস ইয়াবাসহ এক মহিলা মাদক কারবারিকে আটক করেছে।

আটককৃত মহিলা হলেন, উখিয়া উপজেলার রুমখাঁ মনির মার্কেট এলাকার ফজল করিমের স্ত্রী খুরশিদা করিম (৪৮)।
 
তিনি উখিয়া উপজেলার সাবেক মহিলা আওয়ামী লীগের নেত্রী ও হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের সাবেক মহিলা ইউপি সদস্য ছিলেন।

বুধবার (১৩ জানুয়ারি) কক্সবাজারগামী যাত্রীবাহী সিএনজি গাড়ী তল্লাশি চালালে মহিলার ভ্যানিটি ব্যাগ থেকে ১৩০পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় তার ব্যবহৃত দুটি মোবাইল সেট ও ৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

আটককৃত নারীকে রামু থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন বিজিবি। রেজুখাল যৌথ চেকপোস্টের নায়েক সাইফুল ইসলাম সত্যতা স্বীকার করেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫