নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২১, ০৪:৫৭ পিএম
নরসিংদীর মনোহরদী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আমিনুর রশিদ সুজনের উঠান বৈঠকে শিল্পমন্ত্রীর ছেলের নেতৃত্বে হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে মেয়র পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়েছে।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ফজলুল হকের প্রাইভেটকারসহ ৭-৮টি মোটরসাইকেল ভাঙচুর করে হামলাকারীরা।
বুধবার (১৩ জানুয়ারি) রাত ১০টায় মনোহরদী হিন্দু পাড়ায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে পুরো পৌরসভা জুরে থমথমে বিরাজ করছে।
মেয়র প্রার্থী আমিনুর রশিদ সুজন জানায়, শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের ছেলে মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী মনোহরদী পৌরসভা নির্বাচনে চারজন কাউন্সিলর প্রার্থীকে সমর্থন দেয়। এদের প্রত্যেকেই মাদকসেবী এবং মাদক কারবারির সাথে জড়িত। ফলে স্থানীয়ভাবে তাদেরকে ভোটাররা গ্রহণ করেনি। এসব প্রার্থীদেরকে সমর্থন দেয়ার জন্য আমাকে চাপ দিচ্ছিল। কিন্তু তাদের কথামতো সমর্থন না দেয়ায় পরিকল্পিতভাবে সাদীর নেতৃত্বে আমার উঠান বৈঠকে হামলা চালায়। হামলায় আমার ছোট ভাই মামুন, কর্মী তন্ময়, বিটন, সাম্মীসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছে।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ফজলুল হকের প্রাইভেটকারসহ উঠান বৈঠকে আগত নেতাকর্মীদের ৭-৮টি মোটরসাইকেল ভাঙচুর করে তারা। এ ব্যাপারে মামলা করার কথাও জানায় মেয়র প্রার্থী আমিনুর রশিদ সুজন।
মনোহরদী থানার ওসি মনিরুজ্জামান জানান, হামালার খবর শুনে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এ ব্যাপারে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ABOUT CONTACT ARCHIVE TERMS POLICY ADVERTISEMENT
প্রধান সম্পাদক: ইলিয়াস উদ্দিন পলাশ | প্রকাশক: নাহিদা আকতার জাহেদী
প্রধান সম্পাদক: ইলিয়াস উদ্দিন পলাশ
প্রকাশক: নাহিদা আকতার জাহেদী
অনলাইন সম্পাদক: আরশাদ সিদ্দিকী
অনলাইন সম্পাদক: আরশাদ সিদ্দিকী | ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
© 2021 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh