Logo
×

Follow Us

বাংলাদেশ

খাগড়াছড়িতে ইটভাটা মালিককে জরিমানা

Icon

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২১, ১৮:৩৪

খাগড়াছড়িতে ইটভাটা মালিককে জরিমানা

খাগড়াছড়িতে ইটভাটার জন্য অবৈধভাবে কৃষি জমির টপসয়েল কাটায় ইটভাটা মালিককে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দুপুরে জেলা সদরের গুগড়াছড়ি এলাকায় মোস্তাফা ব্রিকসকে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় মাটি কাটার কাজে ব্যবহৃত স্কেভেটর জব্দ করা হয়েছে।

অভিযান পরিচালনাকারী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্যামানন্দ কুন্ড জানান, বেআইনিভাবে কৃষি জমির টপসয়েল কাটায় ‘ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইনে ২০১৩ সালে অনুযায়ী ১ লাখ টাকা জরিমানা করা হয়।

ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫