Logo
×

Follow Us

বাংলাদেশ

জামালপুরে পৃথক দুর্ঘটনায় নিহত ২

Icon

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২১, ১৯:৩৮

জামালপুরে পৃথক দুর্ঘটনায় নিহত ২

জামালপুরে পৃথক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। আজ সোমবার (১৮ জানুয়ারি) সকাল ও দুপুরে এ ঘটনা দুটি ঘটে।

এরমধ্যে সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের ফয়েজের মোড় এলাকায় নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আনিস মিয়া (৪৫) নামে এক নসিমনচালক নিহত হয়েছেন। 

আনিস উপজেলার মহাদান ইউনিয়নের করগ্রাম এলাকার আব্দুস ছাত্তারের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, আনিস সকালে মালামাল পরিবহনের জন্য নসিমন নিয়ে উপজেলা সদরের দিকে রওনা দেন। পথিমধ্যে ফয়েজের মোড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে নসিমনসহ তিনি রাস্তার পাশে খাদে পড়ে যান। এতে নসিমন চালক আনিস গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সোহানুর রহমান সোহান বিষয়টি নিশ্চিত করেছেন।

অপরদিকে বকশিগঞ্জ উপজেলায় চাচার ট্রাক্টরের নিচে পড়ে ভাতিজা ছাদিকুর রহমান (৮) নিহত হয়েছে। আজ দুপুরে উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের উত্তর কামালপুর এলাকায় এ ঘটনা ঘটে।

সে উত্তর কামালপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। স্থানীয় সেইফ একাডেমিতে দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল সে।

ধানুয়া কামালপুর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তফা কামাল জানান, উত্তর কামালপুর গ্রামের জালাল মিয়ার ছেলে জিকারুল ইসলাম ট্রাক্টর দিয়ে জমি চাষ করছিলেন। এসময় জিকারুলের চাচাতো ভাই (দেলোয়ার হোসেনের ছেলে) ছাদিকুর ট্রাক্টরে গিয়ে বসে। তাকে নিয়েই জমি চাষ করা অবস্থায় হঠাৎ ট্রাক্টরের নিচে চাপা পড়ে ছাদিকুর। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ব্যাপারে বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম সম্রাট জানান, অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫