Logo
×

Follow Us

জেলার খবর

পাবনায় হেরোইন ও ইয়াবাসহ গ্রেফতার ৩

Icon

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২১, ১৯:১৬

পাবনায় হেরোইন ও ইয়াবাসহ গ্রেফতার ৩

পাবনা সদর থানাধীন ছাতিয়ানী পশ্চিমপাড়া এলাকা থেকে ১০ গ্রাম হেরোইন ও ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের দাবি করেছে পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখার একটি দল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে।

তারা হলেন- সদর থানাধীন ছাতিয়ানী পশ্চিমপাড়া গ্রামের মৃত ইসাহাক আলী শেখের ছেলে মো. মুরাদ শেখ (৪৫) ও তার স্ত্রী মোছা. রেখা (৪৩) এবং একই এলাকার মো. আসাদ আলীর ছেলে মো. স্বপন আলী (২৭)।

এ বিষয়ে পাবনা ডিবি পুলিশের এসআই (নিরস্ত্র) বেনু রায় জানান, শনিবার দুপুরে জেলা গোয়েন্দা শাখা পাবনার একটি অভিযানিক দল ছাতিয়ানি পশ্চিম পাড়া গ্রামে অভিযান পরিচালনা করে ১০ গ্রাম হেরোইন ও ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। ওই সময় এক নারীসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

বেনু রায় আরো জানান, তাদের বিরুদ্ধে পাবনা সদর থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫