Logo
×

Follow Us

বাংলাদেশ

কক্সবাজারে ইয়াবাসহ মাদক কারবারী আটক

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২১, ১৩:৪৯

কক্সবাজারে ইয়াবাসহ মাদক কারবারী আটক

কক্সবাজার শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন নূর (আবাসিক) হোটেল থেকে সালাউদ্দিন সুমন (৩৩) নামে এক ব্যক্তিকে ২৯ হাজার ২৭০ পিস ইয়াবাসহ আটক করেছে র‌্যাব।

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে তাকে আটক করা হয়েছে। আটক সালাউদ্দিন সুমন ফেনী দাগনভূইয়া এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে।

র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী শুক্রবার রাত সোয়া ১১টার দিকে এ খবর দিয়েছেন।

তার দেয়া তথ্য মতে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে যে, কতিপয় মাদক কারবারী কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন নূর আবাসিক হোটেলে মাদকদ্রব্য ইয়াবা পাচারের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর একটি দল ঘটনাস্থলে পৌঁছে। এ সময় তাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার প্রাক্কালে একজনকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তার নাম সালাউদ্দিন সুমন বলে জানিয়েছে।

আটক ব্যক্তি দীর্ঘদিন যাবত টেকনাফের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে নিজ জেলা ফেনীসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে বলে ব্যাপক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

তার কারবারীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫